Testing Class - Live testing
প্রশ্ন : 1> ‘‘ গমক্ষেতে কাক " শিল্পকর্মটির বৈশিষ্ট্য ও দর্শন কী ?
উত্তর :ভিনসেন্ট ভ্যান গগের সর্বশেষ চিত্রকর্ম হিসেবে পরিচিত গমক্ষেতে কাক ( দ্য হুইটফিল্ড উইথ ক্রোজ)
মেলাঙ্কলিক চিত্র হিসেবে এটি সমাদৃত। ধারণা করা হয় এটা আাঁকার কিছু পরেই গগ আত্মহত্যা করেন। ছবিতে অন্তর্নিহিত ভাবে একটি সর্প দংশনে মৃতপ্রায় ভেড়া দিগন্তে মিলিয়ে যাচ্ছে এবং সাপটি পালিয়ে চলে যাচ্ছে এমন বিষয় আছে বলে অনেক বিশ্লেষক মনে করেন।
কাককে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতীকিভাবে উপস্থাপন করা হয়েছে। চিত্রকলা থেকে শুরু করে লোকসাহিত্যের ছোট ছোট গল্প এবং পদে কাককে কখনও মৃত্যু,কখনও শোক আবার কখনও বার্তাবাহক হিসেবে দেখানো হয়েছে। আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন দুর্ভিক্ষের ছবিতে অন্যতম অনুষঙ্গ হিসেবে কাকের ড্রইং করেছে। অবশ্য ৪৩ এর দুর্ভিক্ষের ড্রইং ছাড়াও অন্যান্য সময়ে তিনি কাক এঁকেছেন।
প্রশ্ন :2> পাশ্চাত্য শিল্পকলা কী ? এর বৈশিষ্ট্য আলোচনা কর ?
উত্তর:ভূগোলের অবস্থান থেকে পৃথিবীকে দুইভাগ করলে দাঁড়ায় – প্রাচ্য (Eastern) ও পাশ্চাত্য (Western). প্রাচ্য মানে পূর্ব আর পাশ্চাত্য মানে পশ্চিমা বুঝায়। প্রাচ্য শব্দটি দ্বারা এশীয় দেশসমূহ আর পাশ্চাত্য দ্বারা অ্যামেরিকা-ইউরোপ বুঝানো হয়।
পাশ্চাত্য বা পশ্চিমা শিল্পধারাকে বলা হয় পাশ্চাত্য শিল্পকলা।
পাশ্চাত্য শিল্পকলার বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো:
১. পাশ্চাত্য শিল্পকলা বহির্মুখী।
২.এ শিল্পকলায় ধারাবাহিকতা আছে।
৩.এ শিল্পকলায় অনেকগুলো ইজম লক্ষ্য করা যায়।
৪.এ শিল্পকলা প্রকাশবাদী।
৫. বস্তুর অবস্থার সঠিক অঙ্কন ও যথাযথ মাপ ।
৬. অস্থিপেশির সঠিক বিন্যাস অনুসারে চিত্র অঙ্কন।
৭. পেশীবহুল,সুদৃঢ়, নিখুঁত ও জীবন্ত ভাস্কর্য।
৮. পরিপ্রেক্ষিত ও আলো-ছায়ার সঠিক ব্যবহার।