ভর্তি ফি

ভর্তির যোগ্যতাঃ

১।  যেকোন বিষয়ে/সনে ডিগ্রি/অনার্স/ফাযিল/সমমান পরীক্ষায় পাস।

২।  লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ভর্তির সময় যেসকল কাগজপত্রাদি জমা দিতে হবেঃ

১। সকল শিক্ষাগত যোগ্যতার মার্কসীট এবং সার্টিফিকেট (ফটোকপি, ২ প্রস্ত)।

২।  জাতীয় পরিচয়পত্র ( ফটোকপি, ২ প্রস্ত)

৩।  সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র (ফটোকপি, ২ প্রস্ত)।

৪।  ছবি পাসপোর্ট সাইজ ৩ (তিন) , সফটওয়্যার ১(এক) কপি।

৫।  পূরণকৃত ভর্তি ফরম এবং টাকা দেওয়ার রশিদ (ফটোকপি)।

কোর্সের মেয়াদঃ

১।  ফাইন আর্টস্ কোর্সের মেয়াদঃ ১ বছর ২ মাস।

২।  মোট সেমিস্টারঃ ২টি ( ৬ মাসে ১ সেমিস্টার), ২ মাস ইন্টার্নীশীপ।

 

কোর্স ফিঃ

ভর্তি ফি
(একবার)

রেজিঃ ফি
(একবার)

সর্ব মোট টিউশন ফি

ল্যাব ফি
(প্রতি সেমিস্টার)

ফরম পূরণ ফি
(প্রতি সেমিস্টার)

সর্বমোট ফি

১০,০০০/- ৫০০০/- ১৩,০০০/- ২০০০/- ৫০০০/- ৪০,০০০/-

 

[বিঃদ্রঃ এই ফি ২০২৩ সেশনের জন্য । কর্তৃপক্ষের সিদ্ধান্তে ফি পরিবর্তন হতে পারে।]